অনেক আশা ও প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাঁকিয়ে রয়েছে গোটা বিশ্ব। যত কঠিনই চ্যালেঞ্জ হোক না কেন, নিজেদেরকে কখনই দুর্বল ভেবে নেওয়া ঠিক নয়। চ্যালেঞ্জের ভয়ে দূরে সরে যাওয়াও উচিত নয়। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত ন্যাসকম টেকনোলজি এবং লিডারশিপ ফোরামে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, “একটা সময় ছিল যখন অন্য দেশের উপর ভরসা করতে হাত আমাদের, এমনকি গুটি বসন্তের টিকার জন্যও। এখন আমরা ভারতে তৈরি করোনা ভ্যাকসিন অন্যান্য দেশকে প্রদান করছি। করোনা পরিস্থিতিতে ভারত যে সমাধানগুলি দিয়েছিল, তা গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা ছিল।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “অনেক প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাঁকিয়ে রয়েছে গোটা বিশ্ব। যত কঠিনই চ্যালেঞ্জ হোক না কেন, নিজেদেরকে কখনই দুর্বল ভাববেন না, চ্যালেঞ্জের ভয়ে দূরে সরে যাওয়াও উচিত নয়। কোভিডের সময় আমাদের বিজ্ঞানী এবং প্রযুক্তি শুধুমাত্র প্রমাণই করেননি অভিব্যক্তি দিয়েছেন।” মোদী আরও বলেন, ” করোনার জন্য যখন প্রতিটি সেক্টর প্রভাবিত হয়েছিল, আমরা তখন ২ শতাংশ গ্রোথ উপলব্ধি করেছি।”
2021-02-17