দেশ জুড়ে চলছে তৃতীয় পর্যায়ের লক ডাউন। আর তার মধ্যে মধ প্রদেশে (Madhya Pradesh) বৃহস্পতিবার থেকে বাড়ানো হল সকল কর্মীদের কাজের মেয়াদ। জানা গিয়েছে আগে যেখানে কর্মীদের কাজের মেয়াদ ছিল ৮ ঘণ্টা তা বাড়িয়ে করা হয়েছে ১২ ঘণ্টা। পাশপাশি বাড়ানো হয়েছে ওভারটাইমের সময়সীমাও। দেশ জুড়ে চলা লক ডাউনে বেশ কিছু কারখানা ক্ষতির মুখে পরেছে। আর সেই কারণেই এই কাজের সময় বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শিব্রাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan) জানিয়েছেন যে সকল কর্মীরা এই নয়া নিয়মবিধি মেনে যে সকল কর্মীরা কাজ করতে চাইবেন তারা করতে পারবেন। পাশাপাশি এও জানিয়েছেন, যারা ওভারটাইম করবেন তাদের ওভারটাইম করার জন্য আর্থিক অনুদানও দেওয়া হবে। দেশ জুড়ে এই করোনা আবহাওয়ার মধ্যে বাধ্য হয়ে পরিবর্তন করতে হচ্ছে শ্রমনীতি। আর সেই কারণে এই ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অর্থাৎ শ্রমিক দিবসেই শ্রমসময় আট ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার কথা ঘোষণা করে রাজস্থান, হরিয়ানা, গুজরাট, পঞ্জাব এবং হিমাচল প্রদেশ। এই ইস্যুতে গত ১১ এপ্রিল বিজ্ঞপ্তিও জারি করেছিল রাজস্থান। বিজ্ঞপ্তিতে তিন মাসের জন্য কাজের সময়সীমা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছিল। বাকি পাঁচ রাজ্যও একই বিজ্ঞপ্তি জারি করে নতুন শ্রম আইন পরিবর্তনের ঘোষণা করেছে।
গুজরাট গত ১৭ এপ্রিল ওই বিজ্ঞপ্তি জারি করেছিল। কারণ হিসেবে রাজ্য সরকারগুলির ব্যাখ্যা, অফিসে শিফ্ট এবং কর্মী সংখ্যা কমিয়ে লক্ষ্যমাত্রা পূরণের জন্যই এই পদক্ষেপ। তবে কর্মীরা এই অতিরিক্ত সময়ে কাজের জন্য অতিরিক্ত টাকা বেতন পাবেন কিনা তা স্পষ্ট উল্লেখ করেনি বেশিরভাগ রাজ্যগুলোই।
এবার এই তালিকায় যুক্ত হল মধ্যপ্রদেশও। এক ধাক্কায় কাজের সময় বাড়িয়ে দেওয়া হল ১২ ঘন্টায়। করোনা ভাইরাসের কারণে টলমল আর্থিক অবস্থা। এই অবস্থায় অনেকেই ১২ ঘন্টা কাজ করার পরামর্শ দিচ্ছেন। যদিও ইতিমধ্যে শ্রমিক সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে।