এই নিয়ে অষ্টমবার, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে ভারত। ১৯২টি বৈধ ভোটের মধ্যে ভারত পেয়েছে ১৮৪টি ভোট। ভারতের এই জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপ্রাপ্তি অর্জনে সমর্থনের জন্য গ্লোবাল কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপ্রাপ্তি অর্জনে গ্লোবাল কমিউনিটির সমর্থনে ভীষণ কৃতজ্ঞ। বিশ্বব্যাপী শান্তি, সুরক্ষা, স্থিতিস্থাপকতা এবং ন্যায়বিচারের জন্য সমস্ত সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে কাজ করবে ভারত।’
এশীয়-প্যাসিফিক অঞ্চলের আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে ভারত। এই গোষ্ঠীর অন্তর্গত ৫৫টি দেশ বিপুলভাবে ভারতকে সমর্থন করেছে। এই গোষ্ঠীতে রয়েছে পাকিস্তান ও চিনও। ভারতকে অন্য দেশগুলি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, তাতে অন্য কিছু করার কোনও উপায় ছিল না এই দুই দেশের। চিন ও পাকিস্তান এদিন ভারতকে সমর্থন করেছে। অস্থায়ী সদস্যদের ২ বছরের মেয়াদে নির্বাচিত করা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য।
2020-06-18