বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, নির্বাচনের জল্পনা

 বৃহস্পতিবার দুপুর তিনটেয় দিল্লিতে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নানা মহল থেকে জল্পনা শুরু হয়েছে, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর ফের রাজ্য হতে পারে। শোনা যাচ্ছে, এদিনের বৈঠকে সেবিষয়েও আলোচনা হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নির্বাচন করানোর কথা ভাবছে কেন্দ্র।  সূত্রের খবর, বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আলাদা করে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জম্মু-কাশ্মীরকে ফের রাজ্য বলে ঘোষণা করার সময় এখনও আসেনি। জম্মু-কাশ্মীরের আটটি রাজনৈতিক দলের ১৪ জন নেতা-নেত্রী এদিন মোদীর বৈঠকে আমন্ত্রিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাংসদ ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপি-র প্রতিনিধিও। কংগ্রেস জানিয়েছে, তারাও ওই বৈঠকে উপস্থিত থাকবে। তারা চায়, সর্বাগ্রে জম্মু-কাশ্মীরকে ফের রাজ্য হিসাবে ঘোষণা করা হোক।২০১৯ সালের ১৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। ২০১৮ সালের জম্মু-কাশ্মীরে তত্‍কালীন শাসক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে বিজেপির জোট ভেঙে যায়। ফলে সরকারের পতন ঘটে। তখন থেকেই সেখানে রাষ্ট্রপতির শাসন জারি আছে। জম্মু-কাশ্মীরের রাজনীতিকরা চান, সেখানকার বিভিন্ন নির্বাচন কেন্দ্রগুলির সীমানা নতুন করে নির্ধারণ করা হোক। তবেই সেখানে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।  ২০২০ সালের মার্চে উপত্যকায় ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছিল। এ বছর মার্চে তার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। এ বছর ফেব্রুয়ারিতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিশনের বৈঠক হয়েছিল। আজ প্রধানমন্ত্রীর বৈঠকের আগে ডিলিমিটেশন কমিটির বৈঠক হয়। তার আগে উপত্যকার ২০টি জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছিল।  কংগ্রেস নেতৃত্ব চান জম্মু-কাশ্মীরকে ফের রাজ্য হিসাবে ঘোষণা করা হোক। কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া চালুর ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। গতকাল সেখানকার উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরাও উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.