কোভিডের বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা ভারতের, এই খারাপ সময়ে ভারতকে নানাভাবে সাহায্য করেই চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে, ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ড ও পোল্যান্ড। শুক্রবার এই তিনটি দেশ থেকে ভারতে এসেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন সরঞ্জাম। এদিন ভোররাতেই সুইৎজারল্যান্ড থেকে একটি কার্গো বিমান এসে পৌঁছয় দিল্লি বিমানবন্দরে। করোনার সঙ্গে লড়তে ৬০০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫০টি ভেন্টিলেটর এবং অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে ভারতে এসেছে ওই বিমান। সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে সুইৎজারল্যান্ড।
এদিনই নেদারল্যান্ড থেকে ভারতে এসেছে ৪৪৯টি ভেন্টিলেটর, ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম। এছাড়াও এদিন ভোরেই পোল্যান্ড থেকে ভারতে এসে পৌঁছেছে অতি প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম। ওই বিমানে ছিল ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত। ধন্যবাদ পোল্যান্ড।”
2021-05-07