জম্মুর আকাশে দেখা গেল একাধিক ড্রোন। এমনটাই ঘটেছে সোমবার গভীর রাতে ক্যান্টনমেন্ট এলাকায়। সাংবাদিক সূত্রে জানা গেছে, জম্মুর দুই ক্যান্টনমেন্ট এলাকা যথা কুঞ্জওয়ানি ও রতনুচক-এ। জানা গেছে, এই উড়ন্ত ড্রোনগুলিকে রাত দেড়টা থেকে ভোর চারটে-এর মাঝ বরাবর সময়ে কালুচক সেনাঘাঁটিতেও উড়তে দেখা গেছে।
এই ঘটনায় প্রতিরক্ষা মহলে আবারও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে কাশ্মীরে প্রধান আইজিপি বলেন, “এটা খুবই বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি দিয়েই এর মোকাবিলা করতে হবে”। উল্লেখ্য, জম্মু বিমানঘাঁটিতে হওয়া হামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ-এর হাতে। তদন্তকারীরা মনে করেছেন, উপত্যকা আলোচনাকে পণ্ড করতেই জঙ্গিরা এই ধরণের হামলার ষড়যন্ত্র রচনা করছে।
উল্লেখ্য, শনিবার রাতে আচমকাই ভোররাতে কেঁপে ওঠে জম্মুর বিমানঘাঁটি এয়ারফোর্স স্টেশন। বিমানঘাঁটির হ্যাঙ্গার এলাকাই ছিল মূল লক্ষ্য। এই হামলায় কোনো হতাহতের খবর না পেলেও, কোনো রকমের ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও, এই হামলা বিমানঘাঁটির নিরপত্তাকে একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। এই প্রথম ড্রোনের সাহায্যে ভারতীয় সেনায় আক্রমণ করা হল। এতদিন, এই ড্রোনের সাহায্যে শুধুমাত্র অস্ত্র স্থানান্তর করার কাজে ব্যবহৃত হত।