ইসলামের জন্মস্থানে তৈরী হচ্ছে আরব দুনিয়ার সর্ব বৃহৎ মন্দির, উদ্যোক্তা আর কেউ নন স্বয়ং রাজপুত্র বিন সলমন, দেরিতে হলেও বুঝে গেছেন জেহাদে মদত দিয়ে দেশের বারোটা বেজে গেছে

সৌদি আরবের পশ্চিমী শিক্ষায় শিক্ষিত রাজকুমার প্রিন্স মহম্মদ বিন সলমন এবার উদ্যোগী হলেন আরব দুনিয়ার সবচেয়ে বড়ো হিন্দু মন্দির স্থাপনে।

সৌদি রাজপুত্র হয়েও সলমান ইউরোপে শিক্ষা লাভ করেছেন ও বড় হয়েছেন। তার চেয়েও বড়ো কথা তেলের বাজারে মন্দা লক্ষ্য করে তিনি দেশের খোল নলচে বদলে ফেলতে চাইছেন। পাশ্চাত্যে শিক্ষা নেয়ার ফলে বিচক্ষণ রাজপুত্র ভালো করেই বুঝে গেছেন তেলের ভান্ডার কমে যাওয়ায় জেহাদকে আঁকড়ে ধরে থাকলে আখেরে কোনো লাভ হবে না বরং পরিস্থিতি দিন দিন খারাপ হবে।
মদিনা শহরে সিনেমা হলও তিনি খুলে দিয়েছেন এবং এরই সাথে নারী স্বাধীনতা ও বাক স্বাধীনতা নিয়ে বিস্তর এবং যুগান্তকারী কিছু পদক্ষেপও নিয়েছেন তিনি।

ঠিক এই ব্যাপারেই আপত্তি রাজা একাডেমির। সদস্যদের বক্তব্য ওই মুসলিম দেশ যা ইসলামের জন্মস্থান সৌদি আরব , সেই খানে কিভাবে একটি মন্দির স্থাপন হতে পারে? মদিনার (Medina) মতো একটি শহরে (ইসলামে পবিত্র মনে করা হয়) সিনেমা হল খোলা হারাম বলে মনে করে তারা। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই মর্মে রাজা একাডেমী তাই বিক্ষোভ প্রদর্শন করছে সৌদি আরবের বিরুদ্ধে।

গত এক মাস ধরে মহারাষ্ট্রে (Maharashtra) হিন্দুদের বিরুদ্ধে লাগাতার হিংসা চালিয়ে যাচ্ছে কট্টরপন্থী সংস্থা রাজা একাডেমী (Raza Academy)।

বহু হিন্দুর ঘর , বাড়ি , দোকান পাট তারা নষ্ট করে দিয়েছে , অথচ চুপ তথাকথিত সেক্যুলার দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.