শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপূজা দর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে প্রতিমা দর্শন করেন তিনি সপরিবারে। তারপর রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বাড়িতে প্রাতরাশ করেন তিনি।
প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, আমি নতমস্তকে এটাই বলতে চাই যে কিছু না দেখে বলা যায় না, এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত। এই কথা আমি ভুলব না। মা দুর্গার কাছে আমি এটাই বলব প্রত্যেক মানুষের একটাই ধর্ম।
নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের। প্রত্যেক মানুষের ধর্ম নিজের কাজ করা। আমি স্বাধীনতার পরে জন্মেছি স্বাধীনতার আগে অনেক বড় বড় মানুষ এসেছেন।
রাজ্যপাল বলেন যে প্রত্যেকেরই একটা লক্ষ্মণরেখা থাকে যেটা তিনি নিজেও কোনও দিন অতিক্রম করেন না। তিনি বলেন আমি সবাইকে হাতজোড় করে বিনীত আবেদন করছি যে কেউ লক্ষ্মণরেখা পার করবেন না।
পশ্চিমবঙ্গের হিন্দুস্থানের মধ্যে একটা স্থান ছিল সবচেয়ে উঁচুতে। এর কারণও আছে। আমি সারাদেশ দেখেছি পশ্চিমবঙ্গের যে কালচার সেটা অন্যরকম। আমরা একমনে যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আবার আগের জায়গায় আমরা ফিরে পাবো।