সংক্রমণ থামার কোনও লক্ষণই নেই। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যত শক্তিশালী হচ্ছে, মারণ এই ভাইরাসও ততটাই দ্রুত গতিতে ছড়াচ্ছে। গত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে প্রাণ হারালেন আরও ৭১ জন, এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯৩ জন। ফলে ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১২১৮ এবং সংক্রমিত ৩৭,৩৩৬ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৯,৯৫০ জন।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৭,৩৩৬ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ২৬,১৬৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২১৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৬,১৬৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১,২১৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৩ জনের, দিল্লিতে ৬১ জনের, গুজরাটে ২৩৬ জনের, হরিয়ানায় ৪ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৮ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১৪৫ জন, মহারাষ্ট্রে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৯ জন, রাজস্থানে ৬২ জনের, তামিলনাড়ুতে ২৮ জন, তেলেঙ্গানায় ২৬ জন, উত্তর প্রদেশে ৪২ জন এবং পশ্চিমবঙ্গে ৩৩ জন প্রাণ হারিয়েছেন।
ভারতের (India) বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্রই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১৫০৬, দিল্লিতে ৩,৭৩৮, তামিলনাড়ুতে ২৫২৬, অন্ধ্রপ্রদেশে ১৪৬৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৪৩ জন, বিহারে ৪৭১ জন, চন্ডীগড়ে ৮৮ জন, ছত্তিশগড়ে ৪৩ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৪,৭২১ জন, হরিয়ানায় ৩৬০ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৬৩৯ জন, ঝাড়খণ্ডে ১১১ জন, কেরলে ৪৯৭, কর্ণাটকে সংক্রমিত ৫৮৯ জন, লাদাখে ২২ জন, মধ্যপ্রদেশে ২৭১৯ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১৪৯ জন, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ৪৮০ জন, রাজস্থানে ২৬৬৬ জন, তেলেঙ্গানায় ১০৩৯ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৫৮ জন, উত্তর প্রদেশে ২৩২৮ এবং পশ্চিমবঙ্গে ৭৯৫ জন।