বিজেপির জন্ম লগ্ন থেকে তাদের ইস্তাহারে ৩৭০ধারা বিলোপ,অভিন্ন দেওয়ানী বিধি, অবৈধভাবে বিদেশি অনুপ্রবেশ বন্ধ ও রামমন্দির থাকত।
কংগ্রেসের মধ্যে যারা জাতীয়তাবাদী ছিল তারাও এই ৩৭০ ধারা বিলোপ, ও অভিন্ন দেওয়ানী বিধির দাবীকে সমর্থন করত।
এমনকি কিছু বাম সমর্থকও এই দাবী সমর্থন করত।
এরা সবাই বলত বিজেপির এই দাবীগুলো ন্যায্য।
বিজেপি এই অভিন্ন দেওয়ানী বিধি আর জন্মনিয়ন্ত্রণ বিল কার্যকরী করলেই বিজেপি তার ইস্তাহারের ১০০% প্রতিশ্রুতি পালন করবে।
এই মহামারীর কাল না এলে এগুলোও এত দিনে কার্যকরী হয়ে যেত।
এরপর আছে পিওকে ও তিব্বত এগুলো আন্তর্জাতিক বিষয় এগুলো সময় লাগবে।
আসলে গোলাপ চাচা সব দিক এত সর্বনাশ করে দিয়ে গেছে সেগুলোকেই ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে।
কি রকম ব্যপার বলুনতো? ধরুন,আপনি যে বাড়িতে থাকেন তার ভিতটাই নড়বড়ে, আপনি কি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন?
আপনার সবসমই মনে হবে বাড়িটা হুড়মুড় করে ভেঙে যাবে। তাই আপনাকে ইঞ্জিনিয়ার ডেকে ভিত মজবুত করতে হবে।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সেই ভিতটা মজবুত করার দায়িত্ব নিয়েছেন। এবং তা নিষ্ঠার সাথে করে যাচ্ছেন।
Tapesh chowdhury