উত্তর কাশ্মীরের (North Kashmir) হান্ডওয়ারায় (Handwara) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী ও জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে প্রতিশ্রুতি দিলেন, শহিদ সুরক্ষাকর্মীদের বীরত্ব ও আত্মবলিদান দেশবাসী কখনও ভুলবে না।
রবিবার দুপুরে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘হান্ডওয়ারায় বীর শহিদ জওয়ান ও সুরক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধা । তাঁদের বীরত্ব ও আত্মবলিদান কখনও ভুলে যাওয়া যাবে না। তাঁরা সর্বাধিক একনিষ্ঠতার সঙ্গে দেশের সেবা করেছেন এবং আমাদের নাগরিকদের রক্ষা করতে নিরলসভাবে কাজ করেছিলেন। তাঁদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি ।’
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় চাহনমুল্লায় কয়েকজন স্থানীয়কে অপহরণ করে রেখেছিল জঙ্গিরা। ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল আশুতোষ শর্মার নেতৃত্বে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। স্থানীয়দের উদ্ধার করা গেলেও প্রাণ হারান কর্ণেল আশুতোষ শর্মা (Ashutosh Sharma) , মেজর অনুজ সুধ (Anuj Sudh) , পুলিশের সাব-ইন্সপেক্টর, শাকিল কাজিসহ (Shakil Kazi) পাঁচ জন। নিহতদের মধ্যে ল্যান্স নায়ক রাজেশ ও দীনেশও ছিল।