সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়ছে দেশ, আমরা জিতবই: ‘মন কী বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 গত কয়েকদিনে দেশে স্বস্তি দিয়ে কমেছে দৈনিক সংক্রমণ। এই আবহে রবিবার  ‘মন কী বাত’-এর ৭৭ তম এপিসোডে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এই অতিমারীর বিরুদ্ধে লড়ছে। কঠিন লড়াইয়ে ঐক্যবদ্ধ দেশ। এই লড়াইয়ে আমরা জিতবই’।মোদী আরও বলেন, ‘দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রেল অক্সিজেন এক্সপ্রেস চালু করেছে। এরফলে দেশের কোণায় কোণায় সহজে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে।’। সামনের সারিতে থাকা করোনাযোদ্ধাদের প্রশংসা করে নমো ফের বলেন, ‘ফ্রন্টলাইনাররা নিজেদের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছেন। করোনা মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী। জল-স্থল-বায়ুসেনা একসঙ্গে কাজ করছে’।উল্লেখ্য, দেশে আরও নিম্নমুখী দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। গত ৪৬ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন পরিসংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, বাড়ছে সুস্থতার হার। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬০ জন।এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘সম্প্রতি দুটো সাইক্লোন আছড়ে পড়েছে। যার জেরে কয়েকটি রাজ্য ক্ষতির মুখোমুখি হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার একসঙ্গে কাজ করে এই পরিস্থিতি সামলাবে। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পাশে আছি’। প্রধানমন্ত্রী বলেন, ‘এই মহামারীতেও কৃষকরা রেকর্ড উৎপাদন করেছেন বলে মন্তব্য করেন মোদী। ৮০ কোটি দেশবাসী রেশন পাচ্ছেন, দেশ সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে চলছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.