উত্তরবঙ্গের পাঁচটি লোকসভা আসনে দুষ্কৃতীদের দৌরাত্ম আটকাতে তৎপর হল কমিশন। উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভূটান ও বাংলাদেশের সীমান্ত রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি আসনে নেপাল ও ভূটানের দুষ্কৃতীদের দৌরাত্ম আটকাতে ব্যবস্থা গ্রহণ করছে কমিশন। দুই দেশের দূতাবাসের সঙ্গেই কথা বলা শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের সাতদিন আগে থাকতেই এই দুটি রাষ্ট্রের সীমান্তে কড়া নজর রাখার জন্য তাদের অনুরোধ করছে কমিশন। নেপাল ও ভূটানের সীমান্তরক্ষী বাহিনী এসএসবিকেও বিশেষ নাকা চেকিংয়ের কথা জানিয়েছে কমিশন। প্রয়োজনে এমএসবিকে নেপাল সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন রাখার আবেদনও জানিয়েছে কমিশন। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশ সীমান্ত সিল করার জন্য বিএসএফকে নির্দেশ দিয়েছে দিল্লি। ভোটপর্ব চলাকালীন কোন মতেই যাতে বাংলাদেশী দুষ্কৃতীরা রায়গঞ্জে প্রবেশ করতে না পারে সেজন্য বিএসএফকে নির্দেশ দিয়েছে কমিশন।
2019-03-14