প্রায় ১৩০০ বছরের পুরানো দূর্গা মূর্তি পাওয়া গেলো কাশ্মীরের ঝিলাম নদীতে

কাশ্মীরের বুডগাম জেলার খান সাহিব (Khan Sahib, Budgam District, Kashmir) এলাকাতে ঝিলাম নদীতে (Jhilum river) চলছিল বালির খনন কার্য আর সেই সময়েই খননকারীরা উদ্ধার করেন প্রায় ১৩০০ বছরের অতিপ্রাচীন এই দূর্গা মূর্তিটি।

বিশেষজ্ঞদের মতে, এই মূর্তিটি টাচ স্টোন বা কাসুটি (Touchstone or Kasuti) দিয়ে নির্মাণ করা হয়েছে। এর থেকে এটাই প্রমান হয় যে মুসলিম আক্রমণ তথা অধিগ্রহনের অনেক পূর্বেই কাশ্মীর ছিল হিন্দুদের আদি বাসভূমি। আদি হিন্দু সভ্যতার নিদর্শন এমনিতেই সর্বত্রই পাওয়া যায় কাশ্মীরে।

এই অতি প্রাচীন মূর্তিটি তুলে দেওয়া হয়েছে কাশ্মীরের সরকারি পুরাতত্ত্ব বিভাগের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.