সারা দেশের মতো জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট হচ্ছে আজ্। শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী ফারুক আবদুল্লা। এর অগে হুরিয়াত কনফারেন্স এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তার সাথে নেতাদের নিরাপত্তা ও ভোট সামলানো। সব মিলিয়ে নিরাপত্তা কর্মিদের উপর এসে পড়েছে বাড়তি দায়িত্ব। তৃতীয় পর্যায়ের ভোট প্রচারে প্রার্থিদের কে অতিরিক্ত নিরাপত্তা সহ সাধারন বিষয়গুলি রয়েছে।
ইতিমধ্যে গোয়োন্দা বিভাগ জানিয়েছে তাদের কাছে খবর আছে পরবর্তি পর্যায়ের ভোটের আগে জঙ্গি সংগঠনগুলি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হামলা চালাতে পারে। এমনকি একটি স্কুলকে লক্ষ করে তারা আক্রমণ করতে পারে বা জ্বালিয়ে দিতে পারে বল জানা গেছে।
এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে তৃতীয় পর্যায়ের জন্য অনন্তনাগে প্রচার না করার আর্জি জানিয়েছে নিরাপত্তা আধিকারিকরা।