পাঞ্জাব রাজস্থান ভারত-পাক সীমান্তে শুরু হলো সেনা ও ট্যাংকের সমাবেশ করার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর গত দুদিন ধরে কানপুর, ঝাঁসি থেকে সেনা ও ট্যাংক তাদের ফরওয়ার্ড পোস্ট লোকেশনের দিকে এগোচ্ছে। লক্ষ্য করা গেছে পাঞ্জাবের আবহারল ও রাজস্থানের বারমেঢ়ের সীমান্তে সেনা তৎপরতা চলছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে থাকা গ্রামগুলি থেকে নিজেদের নাগরিক সরিয়ে নিচ্ছে পাক সরকার। একই সঙ্গে অমৃৎসর ও সাম্বা সীমান্ত ঘেঁষে সেনা সমাবেশ করছে পাকিস্তান।
১৪ফেব্রুয়ারি পুলওয়ামা ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা বেড়েছে। পাক সেনাও লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ফলে জবাব দিয়েছে ভারত।
ঘাত প্রত্যাঘাতের চাপানউতোর চলছে উভয়ের মধ্যে। এসবের মধ্যেই আবার জম্মু-কাশ্মীরের সঙ্গে পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তেও সেনাকে সতর্ক করা হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর চলছে অস্ত্র ও সেনা সমাবেশ। পাকিস্তান আঘাত হানলে প্রত্যাঘাত করতে তৈরি ভারত।