বিজেপির সদস্যপদ নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সোমবার দিল্লিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে স্বপ্না বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি-আদর্শ এবং প্রদেশ সভাপতি মনোজ তিওয়ারির নেতৃত্বে প্রভাবিত হয়ে বিজেপিতে এসেছি।”
এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দুনিয়ার কাছে ভারতকে এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। মোদীর জন্য ভারতের সম্মান আজ বিশ্ব দরবারে বেড়েছে।”
পাশাপাশি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিবালকে কটাক্ষ করে বলেন, যে ব্যক্তি কাউকে সম্মান করতে পারে না, সে কিভাবে এত মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। প্রত্যেক ব্যক্তির আত্মসম্মান আছে, তা কারও অপমানিত করার অধিকার নেই। কেজরিবালের উপর দিল্লির জনতার অনেক ভরসা ছিল, কিন্তু দিল্লির জনতার জন্য তিনি কিছুই কাজ করেনি।
উল্লেখ্য, স্বপ্না চৌধুরী জুলাইয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করে। তাঁকে বিজেপিতে স্বাগত জানান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, ডঃ হর্ষবর্ধন, বিজয় গয়ালের মত বড় নেতারা। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বিজেপি সদস্য অভিযান ২০১৯ এর শুরুর দিনে বিজেপিতে যোগ দেয় স্বপ্না।