ভারতীয় রাজনীতিতে শোকের ছায়া৷ মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি৷
যার ফলে লোকসভা নির্বাচনে লড়তেও চাননি তিনি৷ গত মাসে বিশ্ব হিন্দু পরিষদের কার্য্যানুষ্ঠানে তাঁকে দেখা যায়৷ মঙ্গলবার দিল্লির এইমসে প্রয়াত হন তিনি৷
ভারতের এই জননেত্রীর মুকুটে রয়েছে বহু সাফল্যে পালক, যা বারবার অগণিত গুণমুগ্ধদের আকৃষ্ট করেছে তাঁর দিকে৷ ১৯৭৭ সালে মাত্র ২৫-এ সবথেকে কম বয়সে তিনি ক্যাবিনেট মন্ত্রী হন৷ ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত সমাজ কল্যাণ, শ্রমের মতো বহু মন্ত্রকে কাজ করেছেন তিনি৷ তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যর মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন। ২৭ বছর বয়সে ১৯৭৯ সালে তিনি হরিয়ানাতে জনতা পার্টির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন৷
ইন্দিরা গান্ধীর পরে তিনিই দ্বিতীয় মহিলা যিনি বিদেশমন্ত্রীর পদে এসেছিলেন৷ গত চার দশকে ১১ নির্বাচনে তিনি লড়েন, যার মধ্যে তিনবার বিধানসভা নির্বাচন লড়েন এবং জেতেন৷ সেই সঙ্গে সাতবার সাংসদও হন তিনি৷ ১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লীর ৫ম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁকে যখনই প্রয়োজন হয়েছে, তখনই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ অগণিত দেশবাসীর কাছে তিনি তাই কাছের নেত্রীই শুধু নন, বন্ধুও ছিলেন৷ তাঁর জনপ্রিয়তার ব্যপ্তি তাই পরিমাপের উর্দ্ধে৷ এমনই জনদরদী নেত্রীর অকালপ্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে৷