সুদূর জার্মানির মিউনিখ শহরে আক্রান্ত হয়েছেন ভারতীয় দম্পতি। তাঁদের এই প্রতিকূল অবস্থায় পাশে দাঁড়াল ভারতের বিদেশমন্ত্রক।
আক্রান্ত ওই দম্পতি প্রবাসী ভারতীয়। উলটো ঘড়ির শহরে মিউনিখে তাঁরা বাস করেন। ওই শহরেই তাঁদের উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী।
আক্রান্ত ওই দম্পতি হলেন প্রশান্ত বাসারুর এবং স্মিতা বাসারুর। দুষ্কৃতী হামলায় প্রশান্ত প্রাণ হারিয়েছেন। গুরুতও জখম অবস্থায় চিকিৎসাধীন স্মিতা বাসারুর। এই অবস্থায় প্রশান্তের ভাইকে মিউনিখে পাঠানোর ব্যবস্থা করেছে বিদেশমন্ত্রক। একই সঙ্গে জার্মানির ভারতীয় দূতাবাসকে ওই দম্পতির দুই সন্তানের দিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ওই দম্পতির পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি।