প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির উপর বড়সড় প্রহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি বলেছিলেন, ‘না খাবো, না খেতে দেবো” ওনার এই প্রতিশ্রুতি পালন করার জন্যই ওনার দ্বিতীয় কার্যকালে দুর্নীতির উপর স্যার্জিক্যাল স্ট্রাইক করলেন। অভূতপূর্ব পদক্ষেপ নিয়ে কেন্দ্রের মোদী সরকার সোমবার রাতে ১২ বরিষ্ঠ অফিসারকে অবসরে পাঠিয়ে দেন। Department of Personnel, Administrative Reforms এর নিয়ম অনুযায়ী, সময়ের আগেই এই অফিসারদের রিটায়ার করিয়ে দেওয়া হয়।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, Department of Personnel, Administrative Reforms এর নিয়ম ‘৫৬” অনুযায়ী, এই অফিসারদের সময়ের আগেই অবসরে পাঠিয়ে দেওয়া হয়। অনেকেই মোদী সরকারের এই পদক্ষেপ সাফাই অভিযান হিসেবে দেখছে। ওই অফিসারদের উপর আয়ের থেকে অধিক সম্পত্তি এবং দুর্নীতির অভিযোগ আছে।
নিয়ম ৫৬ অনুযায়ী, অবসরে পাঠিয়ে দেওয়া এই আধিকারিকরা আয়কর বিভাগে চিফ কমিশনার, প্রিন্সিপ্যাল কমিশনার আর কমিশনার পদে নিযুক্ত ছিলেন। রিপোর্ট অনুযায়ী, এই অফিসারদের উপর ওই অফিসারদের উপর আয়ের থেকে অধিক সম্পত্তি এবং নানা রকম দুর্নীতির অভিযোগ আছে।
এই অফিসারদের মধ্যে অশোক আগরবাল, এসকে শ্রীবাস্তব, হোমি রাজবংশ, রাজেন্দ্র প্রসাদ, অজয় কুমার সিং, অলোক কুমার মিশ্র, বি. আরুলপ্পা, চান্দর সেন ভারতী, রবীন্দ্র, বিবেক, সুমন আর রাম কুমার ভার্গভের নাম আছে।
যেই আধিকারদের সময়ের আগে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে সবার উপরে নাম রয়েছে অশোক আগরবালের। ওনার বিরুদ্ধে স্বঘোষিত ধর্মগুরু চন্দ্রস্বামীর সাহায্য করার গুরুতর অভিযোগ রয়েছে। এর সাথে ব্যাবায়িদের থেকে জোর করে টাকা নেওয়ার মতো অভিযোগ আছে।