দলিত রাষ্ট্রপতির পর, মোদী সরকারে এবার দলিত প্রোটেম স্পীকার, সাংসদ হওয়ার আগে, সাইকেল সারাইয়ের কাজ করতেন তিনি

সপ্তদশ লোকসভার জন্য বিজেপি সাংসদ ডক্টর বীরেন্দ্র কুমারকে প্রোটেম স্পীকার করা হবে। তিনি নব নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ করাবেন। তিনি এই নিয়ে সাতবার সাংসদ হলেন। তিনি চারবার মধ্যেপ্রদেশের টিকমগড় লোকসভা থেকে, আর তিনবাদ সাগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি এখন টিকমগড় লোকসভা কেন্দ্র থেকে সাংসদ। তিনি কংগ্রেস প্রার্থী অহিরবার কিরণ কে ৩.৪৮ লক্ষ ভোটে হারিয়েছেন।

বীরেন্দ্র কুমারের জন্ম মধ্যপ্রদেশের সাগর শহরে ১৯৪৫ সালের ২৭ ফেব্রুয়ারি হয়েছে। ১৯৯৬ সালে প্রথমবার সাগর লোকসভা আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। তিনি অর্থশাস্ত্রে এমএ আর শিশু শ্রম বিষয় নিয়ে পিএইচডি করেছেন। তিনি বহু বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে কার্যকরতা আর পদাধিকার ছিলেন। এছাড়াও অখিল ভারতীয় পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদে ছিলেন তিনি। মোদী সরকারের প্রথম কার্যকালে ওনাকে মন্ত্রী পদ দেওয়া হয়েছিল।

বীরেন্দ্র কুমার পরিবারের ভরণ পোষণ করার জন্য তাঁরা বাবার সাথে সাইকেলের দোকানে কাজ করতেন। সাইকেলের দোকানে কাজ করার সাথে সাথে তিনি পড়াশুনাও চালিয়ে যেতেন। এটাও শোনা যায় যে, উনি নিজের সংসদীয় এলাকার সফরে থাকাকালীন কাউকে যদি সাইকেল সারাতে দেখেন, তাহলে তখন তিনি তাঁর কাছে যান। তাঁকে সাইকেল সারানোর কাজে সাহায্য করেন, এবং তাঁকে সাইকেল সারানোর ভালো বুদ্ধিও দেন।

লোকসভায় প্রোটেম স্পীকারের দ্বায়িত্ব কি?

প্রোটেম স্পীকার তাঁদেরই বলা হয়, যারা লোকসভা অথবা বিধানসভার নির্বাচনের পর যতদিন না স্থায়ী অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ নির্বাচিত হন, ততদিন সংসদ অথবা বিধানসভা যারা সঞ্চালন করে যান, তাঁদের প্রোটেম স্পীকার বলা হয়। সোজা কথায়, অস্থায়ী অধ্যক্ষই হলেন প্রোটেম স্পীকার। লোকসভা অথবা বিধানসভায় প্রোটেম স্পীকারের দ্বায়িত্ব অনেক কম সময়ের জন্য নির্ধারিত থকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.