কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আটক হলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি৷ শ্রীনগর বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়৷ একদিন আগেই একই ভাবে কাশ্মীরে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷
এর আগে, প্রশাসনের কাছে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করার অনুমতি চেয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে তিনি চিঠি লিখে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে সিপিএমের সক্রিয় শাখা রয়েছে এবং বিধানসভায় (যা এখন নিষ্ক্রিয়) এক বিধায়ক রয়েছে।
সিপিএমের সেই বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামী এবং বাকি সিপিএম সদস্যরা কী অবস্থায় রয়েছেন তা দেখার জন্য সীতারাম শুক্রবার শ্রীনগর যেতে চান। এই অবস্থায় প্রশাসন যেন তাঁকে না আটকায়, তা নিশ্চিত করা হোক। সীতারামের বক্তব্য, তারিগামী অসুস্থ। দলের সাধারণ সম্পাদক হিসাবে সেটা তিনি জেনেছেন। সেক্ষেত্রে তার সঙ্গে দেখা করাটা খুবই প্রয়োজন।
বৃহস্পতিবারই রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ কাশ্মীরে কংগ্রেসের নেতাদের দেখতে শ্রীনগরে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর। কিন্তু শ্রীনগর বিমানবন্দরে তাদের আটকানো হয়। এই পরিপ্রেক্ষিতে সীতারামের কাশ্মীর যাত্রা নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছিল৷
প্রসঙ্গত, সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম সারা দেশজুড়ে আন্দোলন শুরু করেছে। জম্মু ও কাশ্মীরে আর্টিকল 370 এবং 35A নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানান মতামত জানিয়েছে। সিপিএম রাজ্যসভায় এই ধারা নিষ্ক্রীয়করণের বিপক্ষে ভোট দিয়েছে।