শিয়রে লোকসভা নির্বাচন৷ তার আগেই আসন নিয়ে সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদবের দিকে আঙুল তুললেন, তার কাকা, প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়া (পিএসপিএল) প্রধান শিবপাল যাদব৷ তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে আসন বিক্রি করছে সপা৷
শনিবার, পিএসপিএল নেতা বলেন, সমাজবাদ সম্পর্কে সপার কোনও ধারণাই নেই৷ বাইরে থেকে আসা নেতাদের থেকে ১০, ১৫, ২০, ২৫ কোটি টাকা নিয়ে তাদের লোকসভার টিকিট দেওয়া হচ্ছে৷ অথচ যারা বাস্তবে সমাজবাদী তাদের ধীরে ধীরে আলাদা করে দেওয়া হচ্ছে৷ প্রাক্তন এই সপা নেতা আরও বলেন, যারা সমাজবাদী তাদের কাছে এত অর্থ কখনোই থাকতে পারে না৷ সমাজবাদীরা পৃথক হয়ে যাচ্ছে৷
কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি জানান, কংগ্রেসের সঙ্গে পিএসপিএল-এর জোট ভেস্তে দিয়েছে কংগ্রেসের ভিতরের কিছু নেতা৷ বিজেপির মোকাবিলায় এই জোট অনেকেই চাইছে৷ কিন্তু কিছু কংগ্রেস নেতাই দুই দলের মধ্যেই জোট হতে দিচ্ছে না৷
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন সামনেই৷ ইতিমধ্যেই তারকা প্রার্থীদের তালিকা ঘোষণা করে দিয়েছে পিএসপিএল৷ এতে শিবপাল সিং যাদব সহ মোট ২০ জন রয়েছেন৷ ছেলে আদিত্য যাদব ছাড়া শাদাব ফতিমা, সিপি রায়ের নামও রয়েছে৷ রয়েছে সৈয়দ শাদাব ফতিমা, শারদা প্রতাপ শুক্লা, রাম নরেশাদব, ফরহান হসন খাঁ, রঘুরাজ সিং প্রমুখের নাম৷