জেএনইউ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার শরজিল ইমামের জেরায় চাঞ্চল্যকর দাবি তদন্তকারী আধিকারিকদের | শরমিল নাকি তাদের কাছে দাবি করেছে যে সে চায় ভারত ইসলামিক স্টেট হয়ে যায় | শরজিলের কাছে থেকে উদ্ধার করা ল্যাপটপ থেকে উদ্ধার হওয়া একাধিক মেটেরিয়াল থেকে একদিকে তদন্তকারীরা নিশ্চিত পিএফআইয়ের সক্রিয় সদস্য শরমিল |
ল্যাপটপে মহম্মদ আলি জিন্নাহের নানা মতবাদ সযত্নে রাখা ছিল বলে দাবি আধিকারিকদের | শরজিল ভারত বিরোধী মন্তব্যের জন্য অনুশোচিত নয় বলেও জানান তারা |
দেশ বিরোধী এই ক্যাম্পেনের সঙ্গে অনেক দিন ধরেই শরজিল যুক্ত বলে মনে করছেন তারা | তদন্তকারীরা জানতে পারে কর্মসূত্রে এর আগে শরজিল লন্ডনে অনেকটা সময় ছিল |
সেসময় ওখানকার কোন ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে কিনা তাও খতিয়ে দেখতে চায় দিল্লির পুলিশ আধিকারিকেরা | দিল্লি পুলিশের হেফাজতে থাকা এই প্রাক্তন বোম্বে আইআইটিয়ান পুলিশের চোখকে ফাঁকি দিতে নানা জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল |
শরজিলের ভাইয়ের সূত্র ধরে পুলিশ জানতে পারে যে বিহারের জেহানাবাদের ইমামবারাতে আত্মগোপন করে রয়েছে শরজিল | তার ধরা পড়াটাও যথেষ্ট নাটকীয় বলে সূত্রর খবর | যে সময় সেখানে গিয়ে তদন্তকারীরা সেখানে গিয়ে পৌঁছন তখন সে ওখানেই কম্বলের ভিতর নিজেকে ঢেকে রেখছিল |
চারপাশ থেকে পুলিশ ঘিরে রেখেছে বুঝতে পারায় পালানোর কোন চেষ্টা না করে সটান পুলিশের দলের সঙ্গে হাঁটতে শুরু করে বলে জানান এক আধিকারিক |
অন্যদিকে মুম্বইয়ের আজাদ ময়দানে এলজিবিটিকিউয়ের একটি মিছিলে শরজিলের সমর্থনে দেশ বিরোধী স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ায় মুম্বই পুলিশ স্লোগান তোলা মানুষদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন | জেএনইউ,জামিয়া ও শাহীনবাগের আন্দোলনের সমর্থনে বেরোনো মিছিল থেকে আওয়াজ ওঠে, “শরজিল তেরে সপনো কো মনজিল তাক পৌছায়েঙ্গে |”