নির্বাচন চলাকালীনই ফের শক্তি বাড়াল বিজেপি। শনিবার বিজেপিতে যোগ দিলেন সেনাবাহিনীর সাত প্রাক্তন অফিসার। এদিন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন ওই সাত অফিসার।
এদিন যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা হলেন লেফট্যানেন্ট জেনারেল জেবিএস যাদব, লেফট্যানেন্ট জেনারেল আরএন সিং, লেফট্যানেন্ট জেনারেল এসকে সত্যপাল, লেফট্যানেন্ট জেনারেল সুনীত কুমার, লেফট্যানেন্ট জেনারেল নীতিন কোহলি, কর্নেল আরকে ত্রিপাঠী ও উইং কমান্ডার নভনীত মাগন।
এদিন সাংবাদিক বৈঠকে সীতারামণ বলেন, ”এই সিনিয়র অফিসারদের দলে পেয়ে আমরা খুশি। প্রত্যেক অফিসারই ডেকরেটর এবং প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও আছে। প্রত্যেকেই সাহসী ও শিক্ষিত।”
তিনি আরও বলেন, এই অফিসাররা দলে থাকলে দেশের নিরাপত্তার ব্যাপারে দলকে আরও বেশি করে পরামর্শ দিতে পারবে।
লেফট্যানেন্ট জেনারেল জেবিএস যাদব বলেন, ‘আমাদের বিজেপির সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অমিত শাহকে ধন্যবাদ জানাই। প্রত্যেকেরই রাজনৈতিক স্বাধীনতা আছে। আমাদের দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের মত অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের উচিৎ রাজনৈতিক ক্ষেত্রে এসে দেশের জন্য কাজ করা।”
লেফট্যানেন্ট জেনারেল এসকে সত্যপালও ধন্যবাদ জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। তাঁর কথায়, পরিবারের থেকেও দেশ বেশি গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। তিনি বলেন, ”প্রধানমন্ত্রী ও তাঁর অন্যন্য মন্ত্রীরা অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এই পাঁচ বছরে। দুটি ডিফেন্স করিডর তৈরি হয়েছে। অস্ত্র, গোলা-বারুদ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢীঢীও-কে অনেক বেশি উৎসাহ দেওয়া হয়েছে।”
নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা। যোগ দিয়েছেন সানি দেওল, দলের মেহেন্দির মত বলিউড স্টার। যোগ দিয়েছেন গৌতম গম্ভীরের মত ক্রিকেটারও।