লোকসভা ভোট বানচাল করার জন্য ছত্তিসগড়ে সক্রিয় হয়েছে মাওবাদীরা। আর তাঁদের এই পরিকল্পনা ব্যার্থ করার জন্য মোদী সরকার সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। কেন্দ্রের সরকার এর আগেই স্পষ্ট করেছে যে কোনরকম ভাবেই সন্ত্রাসবাদকে সহ্য করা যাবেনা। সেটা কাশ্মীরের জঙ্গিই হোক আর ভারতের বিভিন্ন প্রান্তে থাকা নকশালি আর মাওবাদী।
আরে সেই মতেই সেনা বাহিনীও দেশ থেকে সন্ত্রাসবাদ খতম করার জন্য বদ্ধপরিকর। সোমবার রাতে ছত্তিসগড়ের সুকুমা এলাকায় গোপন সুত্রে কয়েকজন মাওবাদী লুকিয়ে থাকার খবর পায় সেনা। ওই মাওবাদীরা লোকসভা ভোটকে প্রভাবিত করার জন্য এলাকায় সক্রিয় হয়েছে বলে জানা যায়।
গোপন সুত্রে খবর পাওয়ার পর রাজ্য পুলিশ আর সিআরপিএফ এর যৌথ বাহিনী বিমাপুরম জঙ্গলে তল্লাশি শুরু করে। সেনাকে দেখে মাওবাদীরা গুলি চালানো শরু করে। জঙ্গিদের পাল্টা গুলির জবাবে ভারতীয় সেনাও মোক্ষম জবাব দেয়।
সেনার পাল্টা জবাবে খতম হয় চার মাওবাদী জঙ্গি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চার জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মৃত জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণে বিস্ফোটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী মাওবাদীদের উদ্দেশ্যে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। লোকসভা ভোটের আগে মাওবাদীদের বিরুদ্ধে এটা বড় সাফলতা সেনার।