দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) (এস বি আই) সেভিংস ব্যাংক ডিপোজিটে সব ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল। যার ফলে সুদের হার দাঁড়াচ্ছে বার্ষিক ২.৭ শতাংশ।৩১ মে থেকে নতুন হার কার্যকরী হচ্ছে।সেভিংস ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকে দুটি স্ল্যাব রয়েছে- প্রথমটি এক লক্ষ টাকা পর্যন্ত এবং দ্বিতীয়টি এক লক্ষ টাকার বেশি।
এর আগে গত এপ্রিলে এই ব্যাংকটি তার সেভিংস ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল। তার ফলে তখন সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার কমে দাঁড়িয়েছিল ২.৭৫ শতাংশ। প্রসঙ্গত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কয়েকদিন আগে সুদের হার কমিয়েছে স্থায়ী আমানতে।
সমস্ত রকম রিটেল টার্ম ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে ৪০ বেসিস পয়েন্ট। যেটা কার্যকরী হয়েছিল ২৭মে থেকে। যার ফলে গত মে মাসে দ্বিতীয়বারের জন্য ফিক্সড ডিপোজিট সুদের হার কমিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। কারণ তার কিছুদিন আগেই মে মাসের ১২ তারিখে স্টেট ব্যাংক স্থায়ী আমানতে সুদের হার কমিয়ে ছিল ২০ বেসিস পয়েন্ট। তাছাড়া ২২মে রিজার্ভ ব্যাংক রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
সেদিন মনিটারি পলিসি কমিটি এক অনির্ধারিত বৈঠকে বসে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় রেপো রেট কমানোর।৪০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে তা এখন গিয়ে দাঁড়িয়েছে ৪ শতাংশ। সেদিন রেপো রেট কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি ৫:১ অনুপাতে ভোটের ভিত্তিতে তা কতটা কমানো হবে তা ঠিক হয়।
রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের পরে অনেকেই আশা করেছিলেন বিভিন্ন ব্যাংক সুদের হার কমাবে। তারই প্রতিফলন পদে পদে দেখা যাচ্ছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে।