সাট্টা বাজারঃ কংগ্রেসকে তিনগুন পিছিয়ে রেখে, একাই সরকার গড়ার দিকে এগোচ্ছে বিজেপি

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র ১৩ দিন বাকি। এখন আর দুই দফার ভোট হওয়া বাকি আছে। সাত দফার ভোটের ষষ্ঠ দফার ভোট রবিবার ১২ মে হবে এবং অন্তিম দফার ভোট ১৯ মে নেওয়া হবে। আর এরমধ্যে চারিদিকে সবাই নিজের মত করে অভিমত প্রকাশ করছে। কোথাও কেও বলছে বিজেপি একাই ৩০০ আসন পাবে। আবার কোথাও কেও বলছে এনডিএ ৪০০+ আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে।

বিভিন্ন সমীকরণে দেখা গেছে যে বিজেপি আবার ক্ষমতায় ফিরবে। এমনকি দেশের নানা সমীক্ষায় দেখা গেছে যে দেশের ৭০-৮০ শতাংশ মানুষ আবার নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) প্রধানমন্ত্রী রুপে দেখতে চায়। এরই মধ্যে সাট্টা বাজারের ও সমীক্ষা দেখা যাচ্ছে। সাট্টা বাজারেও বিজেপি সরকার গড়বে দেখা যাচ্ছে। সাট্টা বাজারের বুকিদের অনুযায়ী, এখন সবথেকে বড় প্রশ্ন হল BJP কতগুলো আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে?

মধ্যপ্রদেশের নিমচ ( Neemuch ) সাট্টা বাজার অনুযায়ী, BJP ২৪৭ থেকে ২৫০ টি আসন পেতে পারে। Congress ৭৭ – ৭৯ টি আসন। রাজস্থানের ফালোদি (Phalodi) সাট্টা বাজার অনুযায়ী, BJP ২৪০ থেকে ২৪৫ টি আসন পেতে পারে। এনডিএর খাতায় ৩২০-৩৫০ আসন যাবে। ফালোদি সাট্টা বাজার অনুযায়ী, রাজস্থানে BJP ২১ থেকে ২২ টি আসন দখল করবে। আর Congress’র খাতায় ৩-৪ টি আসন যেতে পারে।

গুজরাটের সুরাট সাট্টা বাজার অনুযায়ী, BJP ২৪৬ থেকে ২৪৮ টি আসন পেতে পারে। কংগ্রেস BJP ‘র থেকে প্রায় তিনগুন কম ৭৮-৮০ আসনের মধ্যে আটকে যাবে। সুরাটের সাট্টা বাজার অনুযায়ী, রাজ্যের ২৬ টি আসনের মধ্যে BJP ২২-২৩ টি আসন দখল করবে।

সপ্তদশ লোকসভা নির্বাচনে ৫৪২ টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। তামিলনাড়ুর ভেলোর আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। পঞ্চম দফা পর্যন্ত মত ৪২৪ টি আসনে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ দুই দফায় ১১৮ টি আসনে ভোট নেওয়া হবে। ১২ আর ১৯ মে শেষ দুই দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। আর ফল ঘোষণা হবে ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.