প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনে বিধাননগরে আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে শামিল হলেন সব্যসাচী দত্ত। মঙ্গলবার বিধাননগরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেন এই তৃণমূল বিধায়ক। বিধাননগরের মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta)। আচমকাই এদিন খবর মেলে সব্যসাচী দত্ত উদ্যোগেই নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনায় এক যজ্ঞের আয়োজন করা হয়েছে সল্টলেক এলাকায়। যদিও এ প্রসঙ্গে সব্যসাচী দত্তের বক্তব্য, “এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাকে ওই অনুষ্ঠানে যেতে অনুরোধ করা হয়েছিল। তাই গিয়েছিলাম ওই অনুষ্ঠানের আয়োজক আমি নই।”
ঘটনাচক্রে, বিধাননগরের যে এলাকায় সব্যসাচী দত্তের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেই এই যজ্ঞের আয়োজন করা হয়। তৃণমূলের একাংশের দাবি, সামনে স্বেচ্ছাসেবী সংগঠনকে রাখলেও আসলেই যজ্ঞের উদ্যোক্তা ছিলেন সব্যসাচী দত্তই। বিজেপিতে যোগদানের পথ সুগম করতেই এই ধরনের কার্যকলাপ করছেন তিনি। প্রসঙ্গত, বিধাননগরে (Biddhannagar) আয়োজিত সব্যসাচীর গণেশ পুজোর উদ্বোধনে এসেছিলেন দিলীপ ঘোষ মুকুল রায় ও অরবিন্দ মেনন। আর এদিন অভিনেতা তথা বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে যজ্ঞ অনুষ্ঠানে শামিল হলেন সব্যসাচী।
এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে পরিষদীয় মন্ত্রী তাপস রায় ( Tapas Roy) বলেন, “আসলে বিজেপি দলটাকে ও বিজেপির নেতারা ক্রমশ গ্রাস করে নিচ্ছে। নিজেদের দলের সদস্য না পেয়ে বাইরের দলের সদস্যদের ওঁরা দলে নিচ্ছে, আর ওদের দলটা ক্রমশ তাদের হাতে চলে যাচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ। আসলে বিজেপিতে নরেন্দ্র মোদির কাছে নিজের পয়েন্ট বাড়াতে কিছু নেতা এইসব করে বেড়াচ্ছেন।” তৃণমূল (TMC) নেতৃত্ব যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেবে না তাও স্পষ্ট করে দেন তাপস।