প্রখ্যাত সাপ্তাহিকী অর্গানাইজার ও পাঞ্চজন্যের উদ্যোগে এবং বিভিন্ন জাতীয় ‘মিডিয়া হাউজের‘ সহযোগিতায় উপরিউক্ত বিষয়ে ১১/০৫/২০২০ অর্থাৎ সোমবার বিকেল ৫ টায় এক ‘webiner‘ এর আয়োজন করা হয়েছে।
এই webiner এর বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা লেখক ও Reserve Bank of India র Board of Directors এর সদস্য শ্রী এস. গুরুমূর্তি।
করোনা অতিমারী এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে চলতে থাকা লকডাউনে পুরো পৃথিবীর অর্থনীতি পর্যদুস্ত। এই অতিমারী সামলে উঠলেও এই বেহাল অর্থনৈতিক অবস্থার হাল ফেরানো এবং তাকে এক দীর্ঘ মেয়াদী রাস্তায় নিয়ে যাবার আশা দেখাতে সমাজতান্ত্রিক এবং বিশ্বপুজিবাদীরা উভয়েই ব্যর্থ।
এমন অবস্থায় অনেকেই আশার আলো দেখছেন ভারতীয় স্বদেশী ঘরানার ব্যবসায়িক মডেল নিয়ে । এই ভাবনায় ভিত্তি কতটুকু ? সমস্যাগুলোই বা কি কি ? এসব নিয়েও নিজের মতামত দেবেন শ্রী জী কৃষ্ণমূর্তি (Shri Ji Krishnamurti) । করোনা পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতি নিয়ে আশাবাদী হলে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল ৫ টায় এই webinar এ।
Bharat Prakashan Delhi Ltd (BPDL)
In collaboration with various national media houses
Cordially invites you for
Webinar on Rebuilding Indian Economy: Challenges and Opportunities
May 11, 2020 Time: 5.00PM
Speaker: Shri S Gurumurthy
Editor, Tughlak, Writer on Socio-Cultural, Economic and Political Issues