করোনাভাইরাসের-সঙ্কট কাটিয়ে ভারতীয় অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এ কথা জানিয়ে বলেছেন, এজন্য তাৎক্ষণিক সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র ১২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বার্ষিক সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সিআইআই-এর প্রেসিডেন্ট বিক্রম শ্রীকান্ত কিরলোস্কারের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস মহামারির এই কঠিন সময়ে, মানবতার স্বার্থে ১৫০টিরও বেশি দেশে মেডিক্যাল সরবরাহ করেছে ভারত। এই মুহূর্তে বিশ্বস্ত, নির্ভরযোগ্য অংশীদারকে খুঁজছে বিশ্ব। আমাদের সম্ভাবনা, শক্তি ও সামর্থ্য রয়েছে। সমগ্র বিশ্বে যে বিশ্বাস গড়ে উঠেছে সে জন্য সমস্ত শিল্পকে উপকৃত হতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, এখন আমাদের রোবাস্ট লোকাল সাপ্লাই চেইন তৈরিতে বিনিয়োগ করতে হবে, যা গ্লোবাল সাপ্লাই চেইনে ভারতের অংশীদারকে শক্তিশালী করবে। এই অভিযানে, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মতো একটি বড় প্রতিষ্ঠানকে করোনা-পরবর্তী সময়ে নতুন ভূমিকাতে এগিয়ে আসতে হবে।….দেশের এখন ‘মেড ফর দ্য ওয়ার্ল্ড’ প্রোডাক্ট তৈরি করা দরকার যা ‘মেড ইন ইন্ডিয়া’ হবে। প্রধানমন্ত্রীর কথায়, অভিপ্রায়, অন্তর্ভুক্তি, বিনিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার এবং উদ্ভাবন-এই পাঁচটি বিষয় ভারতের অগ্রগতি ও বিকাশে গতি বাড়ানোর জন্য অতিব গুরুত্বপূর্ণ এবং এটিকে ‘আত্মনির্ভর‘ করতে হবে।
আত্মবিশ্বাসের সঙ্গে মোদী বলেছেন, খনি, জ্বালানি, গবেষণা অথবা প্রযুক্তি-যে ক্ষেত্রই হোক না কেন, সরকার এই মুহূর্তে যে দিশা নিয়ে এগোচ্ছে, তাতে দেশের যুবকদের জন্য প্রচুর সুযোগ থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। দেশকে দীর্ঘমেয়াদে সহায়তা করবে, এমন সিদ্ধান্তও নিয়েছি আমরা। আমি নিশ্চিত, আমরা অবশ্যই বিকাশ ও বৃদ্ধি ফিরিয়ে আনব।