ফয়সালা হল না, ভারত না ইন্ডিয়া নিয়ে মামলায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের

একই দেশের দু’টি নাম কেন? বরং ইন্ডিয়া নামটি প্রত্যাহার করে দেশের নাম ভারতই থাক। সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনই আবেদন জানানো হয়েছিল। ২ জুন, মঙ্গলবার সুপ্রিম কোর্টের দিকেই নজর ছিল দেশবাসীর। কিন্তু, এদিন ফয়সালা হল না। আপাতত সেই মামলা স্থগিতই থাকল। মঙ্গলবার পরবর্তী শুনানির তারিখ না দিয়েই এই শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত। এই আবেদনটি শোনার কথা ছিল প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের। তিনি এদিন সর্বোচ্চ আদালতে অনুপস্থিত থাকায় মামলাটি পিছিয়ে যায়।

প্রসঙ্গত, এর আগে এই মামলায় কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। কারণ নামবদলের ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে কেন্দ্রকে। দিল্লির এক ব্যক্তি দেশের নাম বদলের আবেদনটি জানান সুপ্রিম কোর্টে। ব্রিটিশ শাসন এবং ঔপনিবেশকতার যে অতীত ভারতের ইন্ডিয়া নামের সঙ্গে জড়িয়ে তাঁকে বাদ দিয়ে জাতীয়তাবাদকে প্রাধান্য দিতেই এই প্রস্তাব করেন ওই ব্যক্তি। তিনি বলেন, “ইংরেজি নামটি মুছে ফেলা হলে আমাদের নিজস্ব জাতীয়তাবাদের একটা স্থান পাবে। এটা আগামী প্রজন্মের জন্যও গর্বের। ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত শব্দ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষদের লড়াই করে অর্জিত স্বাধীনতাকে মর্যাদা দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.