চিনের বিরুদ্ধে জিততে নতুন কম্যান্ডিং অফিসার পেল গালওয়ান ভ্যালি ইউনিট

জুনের ১৫ তারিখ চিনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনার বিহার ১৬ রেজিমেন্টের জওয়ান। এবার সেখানেই নিযুক্ত হলেন কম্যান্ডিং অফিসার।

ভারত(India)-চিন(China) সীমান্ত সংঘাতে সেদিন কম্যান্ডিং অফিসার সন্তোষ বাবু সহ ১২ জন প্রাণ হারিয়েছেন। যেখান থেকেই লাদাখে ভারত-চিন সীমান্ত সমস্যা নতুন মোড় নিয়েছে। চাপ ক্রমশ বেড়ে চলেছে।

ইণ্ডিয়া টুডের তরফে জানানো হয়েছে, বিহার ১৬ রেজিমেন্টের নতুন কম্যান্ডিং অফিসার এই পদে দায়িত্বগ্রহণ করেছেন। এই অফিসারের অন্য একটি ব্যাটেলিয়নের দায়িত্বগ্রহণের কথা ছিল এবং তিনি এই ঘটনার সময় কোলোনেল পদে উন্নীত হওয়ার অনুমোদনও পেয়ে গিয়েছিলেন।

কিন্তু ১৫ই জুনের ঘটনার পরে, ভারতীয় সেনার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিহার ১৬ রেজিমেন্টের দায়িত্ব সেই ইউনিটেরই কোনো অফিসারের নেওয়া উচিত। এই রক্তক্ষয়ী ভারত-চিন সীমান্ত সংঘর্ষের পর ভারতীয় সেনা প্রস্তুতি যাতে তুঙ্গে থাকে এবং আরও উন্নতি সম্ভবপর হয়, সেই দিকে নজর দিয়েই ভারতীয় সেনার এই সিদ্ধান্ত।

চিন ক্রমশ নিজের শক্তি প্রদর্শন করতে ভেতরের দিকে ঘাঁটি তৈরি করতে শুরু করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফিংগার-৪-এর ভেতরে স্থায়ীভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চিন। ভারতকে চাপে রাখতে এক-এক ধাপ এগিয়ে আসছে চিন।

দু-তিন কিলোমিটার রাস্তা পিছু হটা নিয়ে বিবাদ, ভারত-চিন মিলিটারি স্তরের আলোচনায় যা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। প্যাংগং লেক এবং গালওয়ান উপত্যকা সমস্যা সমাধানে ভারত বা চিন কেউই সেনা সরাতে রাজি নয় বলেই জানা যাচ্ছে।

ভারতের তরফে জানানো হয়েছে, প্যাংগং লেকে তিন কিলোমিটার পিছু হটা কিছুতেই সম্ভব নয় কারণ তাহলে ফিংগার-৪ থেকে সরে আসতে হবে। এই ফিংগার-৪ সবসময় ভারতের নিয়ন্ত্রণে ছিল। ভারত ফিংগার-৮-এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) দাবি করে।

ভারতের উপর নজরদারি বাড়াতে বর্তমানে ফিংগার-এ ঘাঁটি তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মি। সেখানেই বাঙ্কার এবং নজরদারি ব্যাবস্থা করে পোস্ট তৈরি করেছে চিন। ফিংগার-৪ থেকে ফিংগার-৮-এর মাঝে ৮ কিলোমিটার দুরত্বে মূলত এই কাজ টানা চালিয়ে যাচ্ছে চিন।

চিন শেষ আলোচনায় জানিয়েছিল, গালওয়ানের ‘ক্লেমড লাইন’ থেকে ৮০০ মিটার দূরে ছিল জুন মাসের ২২ তারিখ কর্পস কম্যান্ডার স্তরে আলোচনায় চিন বারবার জানিয়েছে, গালওয়ান উপত্যকার পিপি-১৪-এ চিন সেনা প্রায় ১০০-১৫০ মিটার সরে গিয়েছে।

তবে ভারত-চিন সীমান্ত সংঘাতের চাপ এখন আর এক বা দুই জায়গার মধ্যে সীমিত নেই। গোটা পূর্ব লাদাখ জুড়ে চিনের বর্তমান অবস্থান বদলাতে উঠে পরে লেগেছে চিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.