ওড়িশ্যায় ঘূর্ণিঝড় ফণীর নারকীয় ধ্বংস লীলার পর উদ্ধারকার্যে হাত লাগাতে সকলের আগে ছুটে এলেন RSS এর স্বয়ংসেবকরা

মহাপ্রলয় ঘূর্ণিঝড় ফণীর ভয়ানক তাণ্ডবের ছবি, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলেরই দেখা হয়ে গেছে। বাংলায় সেরকম ভাবে প্রভাব না ফেললেও ওড়িশ্যার বিভিন্ন এলাকা একেবারে ছারখার করে দিয়ে গেছে ফণী। বড় বড় গাছ ভেঙ্গে রাস্তায় পড়ে আছে, বিদ্যুতের তার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোথাও বাড়ির চাল উড়ে গেছে তো কোথাও বাস উল্টে পড়ে আছে। যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন। স্বাভাবিক জীবনের সমস্ত চিহ্নকে একেবারে মুছে দিয়ে গেছে ফণী।

ওড়িশ্যার এমন অসহায় পরিস্থিতিতে সারা ভারত যখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের ভিডিও শেয়ার করতে ব্যস্ত, তখনই বিপদের সময়ে সকলের আগে ওড়িশ্যার মানুষের পাশে এসে দাঁড়ালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(RSS) প্রতিনিধিরা। গাছ কেটে, রাস্তা পরিষ্কার করে দুর্যোগের দিনে বিদ্ধস্থ রাজ্যবাসীকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন তাঁরা।

এখানে দেওয়া হল তারই কিছু মুহূর্তের ছবিঃ

https://twitter.com/krupashanker/status/1124578528853237760

ओडिशा में तूफ़ान आने के बाद कोई पहुचा हो मदद के लिए या नही लेकिन Rashtriya Swayamsevak Sangh (RSS) के लोग जरूर पहुच गए।

Posted by Amitava Chakravorty on Saturday, May 4, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.