দূরপাল্লার ট্রেনে লেজিড কোটায় টিকিট কাটার সুবিধা থাকলেও অনেকেই নিতে পারেন না ঠিকঠাক নিয়ম না জানার জন্য। সম্প্রতি সেই টিকিটে আরও সুবিধা দিয়েছে আইআরসিটিসি।
কোনও মহিলা একা গেলে যেমন এই সুবিধা পেতে পারেন তেমনই এই কোটা ব্যবহার করতে পারেন এক টিকিটে থাকা মহিলাদের দল। সর্বধিক ছয় মহিলা এক সঙ্গে পুরুষহীন যাত্রা করলে এই কোটায় টিকিট কাটা যায়। এই দলে ১২ বছর বয়স পর্যন্ত পুরুষ থাকলেও সুবিধা দেয় রেল।
এখন আবার একা ভ্রমণকারী মহিলাদের জন্য বিশেষ সুযোগ করে দিয়েছে রেল। মহিলাদের কোটায় ফাঁকা আসনে ‘ওয়েটিং লিস্ট’ যাত্রীদের ঢোকানোর ক্ষেত্রে এখন প্রাধান্য দেওয়া হয় মহিলাদেরই। তার পরে আসবেন প্রবীণ নাগরিকরা। তার পরেও যদি আসন খালি থাকে সে ক্ষেত্রে সাধারণ যাত্রীদের কথা ভাবা হয়।
সংরক্ষণ চার্ট তৈরি হওয়ার আগে পর্যন্ত এই কোটায় টিকিট কাটা যায়। আগে টিকিট বুকিং-এর সময় শেষ হওয়ার পরে যদি দেখা যায়, এই কোটা পুরোপুরি ভর্তি হয়নি, সে ক্ষেত্রে ‘ওয়েটিং লিস্টের’ তালিকা অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে এই আসন দেওয়া হত যাত্রীদের। ২০১৮ সালেই নতুন নিয়ম চালু হয়েছে। ‘লেডিজ কোটা’ নামটাকে ঠিকঠাক কাজে লাগাতে নতুন নির্দেশিকা জারি করে রেল। সেখানে বলা হয়, সংরক্ষণ চার্ট তৈরি করার সময়ে ওই কোটার আসন খালি থাকলে, প্রথমে সেই আসনটি পাবেন ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা প্রথম মহিলা। যদি এ রকম কেউ না থাকেন, তা হলে প্রাধান্য পাবেন ওয়েটিং লিস্টে থাকা প্রথম প্রবীণ নাগরিক। যদি সে রকমও কেউ না থাকেন, তা হলে তালিকা দেখে আসন দেওয়া হবে লিঙ্গ নির্বিশেষে সাধারণ যাত্রীদের।
এই কোটায় টিকিট অবশ্য শুধু স্লিপার ক্লাসেই পাওয়া যায়। একটি ট্রেনে সর্বাধিক ছ’টি টিকিট লেডিজ কোটায় বিক্রি হয়। এই বার্থগুলি থাকে এক সঙ্গেই।