রিলায়েন্স গ্রুপ কংগ্রেসের উপর হামলা করে কড়া জবাব দিলো। কিছুদিন আগেই রাহুল গান্ধী (Rahul Gandhi) অনিল আম্বানি (Anil Ambani) ক্রোনি ক্যাপিটালিস্ট বলে আখ্যা দিয়েছিলেন। রিলায়েন্স গ্রুপ রাহুল গান্ধীকে জবাব দিয়ে জানায়, কংগ্রেস সরকারের আমলেও তাঁদের লক্ষ কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। রিলায়েন্স গ্রুপ এটাও বলে যে, রাহুল গান্ধী তথ্য কে নিজের মত করে পেশ করে একটি মিথ্যা অভিযোগের অভিযান চালাচ্ছেন।
রিলায়েন্স গ্রুপ রাহুল গান্ধীর দাবির জবাব দিতে গিয়ে বলে, ‘ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যেই দাবি করেছে, সেটা বলার তো ওনার কোন অধিকার নেই, আর না উনি ওই মিথ্যা বয়ান গুলোকে প্রমাণ করার জন্য কোন পদক্ষেপ নিয়েছেন। কংগ্রেসের নেতৃত্বে চলা ইউপিএ সরকারের দশ বছর ২০০৪-২০১৪ পর্যন্ত অনিল আম্বানি আর রিলায়েন্স গ্রুপকে বিদ্যুৎ, টেলিফোন, সড়ক, মেট্রো সমেত কন্সট্রাকশন ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকারও বেশি প্রকল্পের জন্য কন্ট্রাক দেওয়া হয়েছিল।”
রিলায়েন্স গ্রুপ রাহুল গান্ধীর ওই বয়ানের পর ওনাকে দায়িত্বহীন বলে আখ্যা দিয়েছে। রাহুল গান্ধী দ্বারা অনিল আম্বানিকে বেইমান বলার জন্যও ওনাকে মিথ্যাবাদি বলা হয়েছে। গ্রুপ প্রশ্ন করে যে, যদি যদি রাহুল গান্ধী অনিল আম্বানির জন্য যেই কথা গুলো বলেছিল, সেগুলো সত্য হয় তাহলে, কংগ্রেস সরকার থাকাকালীন এক ক্রোনি ক্যাপিটালিস্ট আর বেইমান ব্যাবসায়িকে এক লক্ষ কোটি টাকার উপরে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল কেন? রাহুল গান্ধী অনিল আম্বানিকে রাজনৈতিক দিক থেকে কাজ করা পুঁজিবাদী মানুষ বলেছিলেন। রিলায়েন্স গ্রুপ জানায়, আমাদের চেয়ারম্যানের উপর রাহুল গান্ধীর আনা প্রতিটি অভিযোগ মিথ্যা।
রিলায়েন্স রাহুল গান্ধীর কাছে জানতে চেয়েছে যে, ওনার সরকার থাকাকালীন দশ বছরে রিলায়েন্স গ্রুপ আর অনিল আম্বানিকে এত কন্ট্রাক্ট দিয়েছিল কেন? আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা করার সময় রাহুল গান্ধী বেশিরভাগ ক্ষেত্রে অনিল আম্বানির নাম নেন। আর বলেন, মোদী আম্বানির পকেটে হাজার কোটি টাকা ঢুকিয়ে দিয়েছে। যদিও রাহুল গান্ধীর দেওয়া এই তথ্য আবার সময়ে সময়ে বদলাতে থাকে।