ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তলব পড়ল পরেশ পালকে। মূলত অভিজিৎ সরকার খুন মামলায় তাঁকে তলব করা হয়েছে। সিবিআই-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল যেন আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজির হন।
মামলাটি ভোটের ফল প্রকাশের রাতের ঘটনাকে কেন্দ্র করে। সেই দিনই দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হলে, ময়নাতদন্তকে কেন্দ্র করে বেড়েছিল রাজনৈতিক তাপমাত্রা। অভিজিৎ সরকার মারা যাওয়ার বেশ কয়েকমাস পরে তাঁর পরিবার মৃতদেহ সৎকার করার সুযোগ পান।
আরো পড়ুন : মধ্যপ্রদেশের সাগরে পদপিষ্ট হয়ে আহত ১৭ জন পুণ্যার্থী
এইদিকে, তারপরে শুরু হয় সিবিআই তদন্ত। যদিও, এই তদন্ত প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে অভিজিৎ সরকারের বাড়ির লোক দাবি করেন, সিবিআই সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছে না এবং খুনিদের গ্রেফতার করছে না। উল্লেখ্য, অভিজিৎ সরকারের দাদা হাতে প্ল্যাকার্ড নিয়ে অনশন করে দাবি করেন, “আমার ভাইকে খুন করেছে পরেশ পাল”। আর এরপরেই সিবিআই-এর তরফে তলব করা হল তৃণমূল বিধায়ক পরেশ পালকে।
2022-05-18