ভারতীয় নান মরিয়ম থ্রেসিয়া চিরামেল মানকিডিয়ানকে সন্ত ঘোষণা করবেন পোপ ফ্রান্সিস। তিনি মঙ্গলবার একথা জানিয়েছেন। আগামী ১৩ অক্টোবর মরিয়ম থ্রেসিয়া সন্ত বলে ঘোষিত হবেন। তিনি সিস্টার অব হোলি ফ্যামিলির প্রতিষ্ঠাতা।
কেরলের ওই নানকে এক মাস-এ ক্যানোনাইজ করা হবে। একইসঙ্গে ইংল্যান্ডের জন হেনরি নিউম্যান, ইতালির জোসেফাইন ভান্নিনি, সুইজারল্যান্ডের মার্গারিটা বেইজ এবং ব্রাজিলের ইরম দুলসে পন্টিসকেও ক্যাননাইজ করা হবে।
রোমান ক্যাথলিক চার্চ কোনও মৃত ব্যক্তিকে ক্যাননাইজ করার মাধ্যমে সন্ত ঘোষণা করে।
মরিয়ম থেরেসা সিরীয়-মালাবার ক্যাথলিক চার্চের সঙ্গে যুক্ত ছিলেন। ১৮৭৬ সালের ২৬ এপ্রিল ত্রিচুর জেলার পুথেনচিরা অঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯২৬ সালের ৮ জুন কুঝিকাট্টুসসেরিতে তিনি প্রয়াত হন। ১৯৯৯ সালের ২৮ জুন তাঁকে ‘সম্মানীত’ বলে ঘোষণা করা হয়। ২০০০ সালের ৯ এপ্রিল পোপ দ্বিতীয় সেন্ট জন পল তাঁকে বেটিফাই করেন। এগুলি সন্ত ঘোষণার আগের প্রক্রিয়া।