ফের রেল দুর্ঘটনা৷ উত্তরপ্রদেশের কানপুরের রুমা গ্রামের কাছে শুক্রবার রাত ১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ দিল্লিগামী পূর্বা এক্সেপ্রেসের ১২ টি কামরা লাইনচ্যুত হয়ে যায়৷ প্রায় ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়৷ পূর্বা এক্সপ্রেসে ৯০০ যাত্রীদের নিয়ে একটি স্পেশাল ট্রেন কানপুরের দিকে রওনা হয়৷ ট্রেন দুর্ঘটনার কারণে ওই রুটের ১১টি ট্রেন একদিনের জন্য বাতিল করা হয়েছে৷

শুক্রবার রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে রেল সূত্রে জানতে পারা গিয়েছে৷ তবে হতাহতের কোনও খবর নেই৷ তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটাগ্রস্থ পূর্বা এক্সপ্রেসের বাকি যাত্রীদেরই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে৷

কানপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে রুমা গ্রাম, এখানে পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হয়৷ কানপুরের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, যাত্রীদের নিয়ে আসতে বাসের বন্দোবস্ত করা হয়ছে৷ এছাড়া দিল্লিগামী যাত্রীদের জন্য বিশেষ ট্রেন দেওয়া হয়৷ যার আয়োজন করছে সেন্ট্রাল রেল অথরিটি৷

রেলের মুখপাত্র স্মিতা ভ্যাটস জানিয়েছেন, অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন পাঠানো হয়েছে৷ পর্যাপ্ত মেডিক্যাল সরঞ্জামও পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে৷ আপাতত কাজ চলছে৷ ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত৷ ১১টি ট্রেন অন্য রুট চলবে বলে রেল সূত্রে খবর৷

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়৷ তদন্ত চলবে বলে জানা গিয়েছে৷ এই ঘটনা নিয়ে কানপুরের ডিএম অজয় বিশ্বাস পন্ত জানান, উদ্ধারকার্য চলছে৷ ২০ জন আহত হয়েছে৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে নিহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি৷

ছবি সৌজন্যে- এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.