প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সন্মান প্রদান করা হল। ভারতে থাকা রাশিয়ার দূতাবাস এই তথ্য সার্বজনীন করে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার ‘Order of St Andrew the Apostle” এর সন্মান দেওয়া হয়েছে।
রাশিয়ার অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া আর ভারতের মধ্যে বিশেষ রাজনৈতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সন্মান দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমিরাত UAE সর্বোচ্চ সন্মান দিয়েছিল। আবুধাবির ক্রাউন প্রিন্স আর ইউএই এর আর্মড ফোর্স এর ডেপুটি সুপ্রিম কম্যান্ডার শেখ মোহম্মদ বিন জায়েদ টুইট করে জানিয়েছিলেন যে, ইউএই এর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীকে জায়েদ মেডেল দিয়ে সন্মানিত করলেন।
মোহম্মদ বিন জায়েদ টুইটারে এই তথ্য শেয়ার করে লেখেন, ‘ ভারতের সাথে আমাদের ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে এই সম্পর্ক আরও মজবুত হয়। ওনার এই প্রয়াসকে সন্মান জানিয়ে, সংযুক্ত আরব আমিরাত এর রাষ্ট্রপতি ওনাকে এই মেডেল দিয়ে সন্মানিত করেন।”