স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি, বিদেশে সম্মানিত মোদী

ফের সাফল্যের মুকুট মোদী সরকারের মাথায়৷ বিল গেটস ও মেলিন্ডা গেটসের ফাউণ্ডেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করতে চলেছে বলে খবর৷ স্বচ্ছ ভারত অভিযানের মত প্রকল্পের সূচনা ও তার সাফল্যের জন্যই আসছে এই স্বীকৃতি৷

প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার ট্যুইট করে জানান, প্রত্যেক ভারতবাসীর জন্য ফের এক গর্বের মুহূর্ত৷নরেন্দ্র মোদী আবারও সম্মানিত হতে চলেছেন বিদেশের মাটিতে৷ সারা বিশ্বের বিভিন্ন দেশেই প্রধানমন্ত্রী মোদী তাঁর কাজের জন্য সম্মানিত হয়েছেন৷ এবার তাঁকে সম্মানিত করতে চলেছে বিল গেটসের সংস্থা৷

উল্লেখ্য, স্বচ্ছ ভারত অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প৷ ২০১৪ সালে ক্ষমতার মসনদে বসেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি৷ ২০১৪ সালের দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে প্রকল্পের সূচনা হয়৷

দ্বিতীয়বার মসনদে বসে তৃতীয় বার ‘ মন কি বাত’ অনুষ্ঠান থেকে বক্তব্য রাখার সময়েও স্বচ্ছ ভারত অভিযানের ওপর জোর দেন মোদী৷ ১১ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘স্বচ্ছতাই সেবা’ অভিযান এবং সেখান থেকে তিনি ‘স্বচ্ছভারত অভিযান’ কে এক নয়া দিশা দেখাতে চান বলেও জানান৷

এবছর গান্ধীজির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্লাস্টিকহীন ভারত গড়তে চেয়ে স্বচ্ছ ভারত অভিযানে এক নয়া দিশা দেখাতে চান মোদী বলে জানান তিনি৷ ইছেন। এবছরের শুরুর দিকে মাইক্রোসফট কর্তা বিল গেটস প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদীর পদক্ষেপের৷ যে স্বাস্থ্য পরিষেবা নরেন্দ্র মোদীর হাত ধরে কেন্দ্র সরকার শুরু করেছে, তার প্রশংসা করেন গেটস৷

উল্লেখ্য ২০১৭ সালে ‘India is winning the war on human waste’-এ তিনি প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’র ভূয়সী প্রশংসা করেন৷ পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেই থেমে থাকেননি৷ পাশাপাশিই তাকে বাস্তবায়িত করারও উদ্যোগ নিয়েছেন৷ প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করে তোলার জন্য ভারতের বিভিন্ন জায়গায় বক্তব্যও রেখেছেন মোদী৷ এই সমস্ত কারণেই বিল গেটস প্রধানমন্ত্রীর প্রশংসা করেন৷

তবে সেই মৌখিক প্রশংসা ছাড়িয়ে এবার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগ মোদীকে সম্মানিত করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.