কৃষকদের প্রবল বিক্ষোভের মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মানের ১৮ হাজার কোটিরও বেশি টাকার কিস্তি দেবেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। এতে ৯ কোটি কৃষক উপকৃত হবেন বলে কেন্দ্রের দাবি। এরই পাশাপাশি ৬টি রাজ্যের কৃষকদের সঙ্গে কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়েও বোঝাবেন তিনি। এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা চারমাস অন্তর চাষিরা ২ হাজার টাকার কিস্তিতে পাবেন। তা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়।
মোদির এই অনুষ্ঠান দেশব্যাপী প্রচারের এলাহি উদ্যোগ নিয়েছে বিজেপি। দেশের ১৯ হাজারটি জায়গায়া মোদির ভাষণ সরাসরি দেখানো হবে জায়েন্ট স্ক্রিনে। সেখানে উপস্থিত থাকবেন দলের নেতাকর্মীরা। এক উত্তরপ্রদেশেই ৬ হাজার জায়গায় এই অনুষ্ঠান দেখানোর। বিজেপির দাবি, ১ কোটি কৃষক এতে অংশ নেবেন, ৫ কোটি কৃষক শুনবেন।
বিজেপি সভাপতি জে পি নাড্ডা দলের সব মন্ত্রীকে এই অনুষ্ঠানে থাকতে বলেছেন। সব রাজ্য সভাপতিদেরও থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকছেন দিল্লির এক গোশালায়। কৃষকদের জন্য কোটি কোটি লিফলেটও ছাপা হয়েছে।