ভিডিও লিঙ্কের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে কাশী মহাকাল এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহে তিনদিন চলা এই ট্রেন দেশের তিন জ্যোতির্লিঙ্গকে যুক্ত করবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের দরজা খুলে যাবে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিস্ট কর্পোরেশনকে(আইআরসিটিসি) এই ট্রেনের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। হামসফর এক্সপ্রেসের রেক ব্যবহার করা হয়েছে এই ট্রেনটির জন্য। ইন্দোর থেকে বারাণসী মধ্যে থাকা তিন জ্যোতির্লিঙ্গ যেমন ওঙ্কারেশ্বর(ইন্দোর), মহাকালেশ্বর(উজ্জৈনি), কাশী বিশ্বনাথ(বারাণসী) সঙ্গে সংযোগ স্থাপন করবে এই এক্সপ্রেস ট্রেন। আইআরসিটিসির অধিকর্তা রজনী হোসিজা বারাণসী স্টেশনে জানিয়েছেন, ইন্টারসিটির মতো এই ট্রেনকে জনপ্রিয় করে তোলা হবে। বারাণসী থেকে প্রয়াগরাজ এবং কানপুর যাওয়ার জযন যাত্রীরা এই ট্রেন ব্যবহার করতে পারে। এই ট্রেনের ভাড়া সর্বোচ্চ ৩৩০ থেকে ৪৪০ টাকার মধ্যে করা হয়েছে। ইন্দোর পর্যন্ত ন্যূনতম ভাড়া ১৯৯১ টাকা। ট্রেনটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিটি কামরায় সিসিটিভি বসানো হয়েছে। সারা রাত ধরে চলবে এই ট্রেন। উল্লেখ করা যেতে পারে আইআরসিটিসি লখনউ-দিল্লি এবং মুম্বই-আহমেদাবাদের মধ্যে তেজস চালাচ্ছে। সেই হিসেবে মহাকাল এক্সপ্রেসের হচ্ছে আইআরসিটিসির নিয়ন্ত্রণে থাকা তৃতীয় ট্রেন।
2020-02-17