মণিপুরে পিএলএ জঙ্গি হামলা, শহিদ তিন আধাসেনা জওয়ান, ঘায়েল পাঁচ

সন্দেহভাজন পিপলস্ লিবারেশন আর্মি (পিএলএ)-র হামলায় আধাসেনা আসাম রাইফেলস-এর তিন জওয়ান শহিদ হয়েছেন। এছাড়া আরও পাঁচ জওয়ান ঘায়েল হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ। শহিদদের আসাম রাইফেলস-এর চতুর্থ ব্যাটালিয়নের প্রণয় কলিতা (নম্বর ৪১২১৬০, এইচএভি/জিডি), রতন সালাম (নম্বর ৫০০৯৫৭৪, আরএফএন/জিডি) এবং মেথনা কন্যাক (নম্বর ৫০০৫৮৩৯, আরএফএন/জিডি) বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া পাঁচ ঘায়েল জওয়ানকে নিকটবর্তী সেনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


ঘটনা রাজ্যের রাজধানী ইমফল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে চান্দেল জেলার ভারত মায়ানমার সীমান্তবর্তী সাজিকতামপাক এলাকায় বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ সংগঠিত হয়েছে। সূত্রের খবরে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় আসাম রাইফেলস-এর চতুর্থ ব্যাটালিয়নের জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছিলেন। রাস্তায় পোঁতা ছিল নিম্ন ক্ষমতাসম্পন্ন আইইডি। আইইডিটি বিস্ফোরণের আগেই পিএলএ জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। জবাবি হামলা করে সেনাও। কিন্তু অতর্কিত হামলায় ততক্ষণে আট জওয়ান গুলিবিদ্ধ হয়ে ভূলুণ্ঠিত হয়ে যান। গোলাগুলি চলে বেশ কিছুক্ষণ। এরই মধ্যে ঘায়েলদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা তিনজনকে মৃত বলে ঘোষণা করে বাকি ঘায়েল পাঁচজনের চিকিৎসা শুরু করেছেন। 


এদিকে আতর্কিত জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। চলছে জোরদার চিরুনি তালাশি। এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তির পিএলএ জঙ্গিদের দিকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.