ফের সস্তা হল পেট্রোল ও ডিজেল, হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ

ফের কমল পেট্রোল-ডিজেলের মূল্য। জ্বালানি তেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে টানা কমছে পেট্রোল-ডিজেলের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার ফের রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় বৃহস্পতিবার খুব বেশি না হলেও, ০.০৫ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৬.১৮ টাকা। ডিজেল ০.০৬ পয়সা কমে হয়েছে ৬৯.১১ টাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.০৫ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৩.৫৪ টাকা প্রতি লিটার এবং ০.০৬ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৬.৭৫ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.০৫ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ০.০৬ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৯.১৫ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৯.৯৭ টাকা প্রতি লিটার (ডিজেল)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.