বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। নিহত হয়েছেন ১৬ জন পুলিশকর্মী। এই খবর পাওয়ার পরেই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি এই ঘৃণিত কাজকে কঠোর ভাষায় নিন্দা করছি। সাহসী পুলিশকর্মীদের সেলাম জানাই। তাঁদের আত্মদানের কথা কেউ ভুলবে না। যারা ওই হিংসাত্মক ঘটনার পিছনে আছে, তারা উপযুক্ত শাস্তি পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, মাওবাদীরা কাপুরুষ। মরিয়া হয়ে তারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। মন্ত্রী জানান, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছে।
তাঁর কথায়, পুলিশকর্মীদের জন্য আমি গর্বিত। তাঁরা দেশের স্বার্থে যে ত্যাগ স্বীকার করেছেন, তা বৃথা যাবে না। মৃতদের পরিবারগুলিকে সহানুভূতি জানাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, গড়চিরোলি কেন্দ্রে সি সিক্সটি ফোর্সের ১৬ পুলিশকর্মী শহিদ হয়েছেন। নকশালরা তাঁদের ওপরে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছিল। আমি শহিদদের পরিবারের জন্য প্রার্থনা করছি। গড়চিরোলির এসপি ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আমি যোগাযোগ রাখছি।