অযোধ্যায় তপস্বী ছাউনির জগতগুরু পরমহংস আচার্য মহারাজ আগামী ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করলে জলসমাধি নেবে

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি অনেকদিন ধরেই উঠছে চারদিক থেকে। এবার অযোধ্যায় তপস্বী ছাউনির জগতগুরু পরমহংস আচার্য মহারাজ আগামী ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করলে জলসমাধি নেবেন বলে হুমকি দিলেন।

পাশাপাশি তিনি কেন্দ্রে সরকারকে মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নাগরিকতা রদ করারও দাবি তুলেছেন। “আমার দাবি হল ২ অক্টোবরের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, নাহলে আমি সরযু নদীতে জলসমাধি নেব।” উনি বলেন, কেন্দ্র সরকারকে মুসলিম আর খ্রিস্টানদের নাগরিকতাও রদ করতে হবে।

২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে জগতগুরু আচার্য মহারাজ আবারও সক্রিয় হয়েছেন। তাঁর বক্তব্য নিয়ে আবারও রাজনৈতিক চাপানউতোর বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.