ভারতের এয়ার স্ট্রাইকে রীতিমত কেঁপে গিয়েছে পাকিস্তান। তাই এবার সীমান্তে আরও সতর্ক প্রহরা দেওয়ার ব্যবস্থা করছে। LoC জুড়ে সশস্ত্র ড্রোন মোতায়েন করছে ইসলামাবাদ।
India Today-তে প্রকাশিত খবর অনুযায়ী, উরি, পুঞ্চ, নওশেরার মত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে ওইসব ড্রোন ওড়াচ্ছে পাকিস্তান। সম্প্রতি ভারতে প্রবেশ করা একাধিক পাক ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারত। গুজরাতেও এরকম একটি ড্রোনকে গুলি করা হয়েছে।
সূত্রের খবর, ইসলামাবাদে আপগ্রেড করা হচ্ছে Burraq UCAV ড্রোন।
ইতিমধ্যেই পাকিস্তানের ওইসব ড্রোনের বিষয়ে সতর্ক করা হয়েছে সেনা, বায়ুসেনার, বিএসএফ-কে। জানা গিয়েছে ওইসব ড্রোনে লেজার-গাইডেড বোমাও রয়েছে।
সূত্রের কবর, পাকিস্তান, চিন থেকে অন্তত ৪৮টি Wing Loong II ড্রোন নিয়ে আসছে। দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল গত বছরেই। একটি স্বয়ংক্রিয় সামরিক বিমানব্যবস্থা যা একই সময়ে একাধিক ‘স্ট্রাইক’ করতে সক্ষম। বেজিং-এর চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটি প্রস্তুত করে থাকে।
প্রসঙ্গত, ইসলামাবাদে সর্বাধিক অস্ত্র সরবরাহ করে থাকে বেজিং। এই দুটি দেশ যুগ্মভাবে জে-এফ থান্ডার নামক একক ইঞ্জিন সম্বলিত বহুমুখী সামরিক বিমান প্রস্তুত করে।