সংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ১০ই ফেব্রুয়ারির পর জেহাদ ঘোষণার দাবি পাকিস্তানের সাংসদ চিত্রালির

পাকিস্তানের কট্টপরন্থী সাংসদ মৌলানা আব্দুল আকবর চিত্রালির মঙ্গলবার ইমরান খানের সরকারের প্রতি প্রশ্ন কেন ভারতের বিরুদ্ধে পাকিস্তান জেহাদ ঘোষণা করছে না? ভারতকে পাকিস্তান বলে দিক ১০ই ফেব্রুয়ারির পর ভারত আক্রমণ করবে পাকিস্তানি ফোর্স| যাদের পিছনে থাকবে ২২০লক্ষ পাকিস্তানি নাগরিক | অন্যান্য ইসলামিক দেশগুলিও সেই জেহাদে অংশ নেবে কাশ্মীরকে বাঁচাতে |

সংসদে দাঁড়িয়ে ওই কট্টরপন্থী মৌলবাদী নেতা এই প্রশ্ন ছুঁড়ে দেন প্রধানমন্ত্রীকে | কোন উত্তর না দিলেও এই নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা বিশ্বের রাজনীতিতে | ৫ই ফেব্রুয়ারি ভারতের কাশ্মীরের কাশ্মীরীদের প্রতি সংহতি দিবসের ঘোষণা ও পালন করে পাকিস্তান |

৩৭০বিলোপের পর কাশ্মীরীদের স্বাভাবিক জীবন যাপন বিপর্যস্ততার মোদি সরকারের প্রতি অভিযোগ তুলে,পাকিস্তানের সংসদে কাশ্মীরীদের স্বপক্ষে প্রকাশ্যে সংহতি জানানোর প্রস্তাব গৃহীত হল মঙ্গলবার | এই খবর প্রকাশ করেছে পাকিস্তান সরকারের নিজস্ব রেডিও সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান |

শুধু তাই নয় ,জম্মু-কাশ্মীরের ৩৭০বিলোপের সিদ্ধান্তকে ফিরিয়ে নেওয়ার ভারতের প্রতি আবেদন করবে তৃতীয় পক্ষের মাধ্যমে ,সিদ্ধান্ত পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে | ২০১৮সালের পর থেকে বাড়তে থাকা দুই প্রতিবেশীর বৈরিতা এমন জায়গায় পৌঁছয় যে আন্তর্জাতিক ফোরামেও তার সমাধান সূত্র খোঁজা যায়নি |

উল্টে ভারত কাশ্মীর সহ পরপর নেওয়া কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তকে দেশের আভ্যন্তরীণ সমস্যা বলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে উড়িয়ে দিয়েছে | সেই মঞ্চে বারবার ভারত বিরোধী অবস্থান নিয়েো কিছু করতে না পারায় ইমরান সরকারকে ক্ষোভের মুখ পড়তে হয়েছে বারবার | তবে ভারত ও পাকিস্তান দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের সম্মুখ সমর যে অভিপ্রেত নয় তা বেশ বোঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী,তাই দেশের কট্টরপন্থী মৌলবাদীদের উস্কানিমূলক নানা মন্তব্যের পরেও চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করেছেন ইমরান বরাবর |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.