দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআই আদালতে পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম ও তাঁদের ছেলে কার্তি। এদিন বিকালের মধ্যেই চিদম্বরমকে কোর্টে পেশ করবে সিবিআই। তাঁর হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। সিবিআই ১৪ দিন তাঁকে হেপাজতে চাইবে বলে জানা গিয়েছে।
বুধবার রাতে নাটকীয় পরিস্থিতিতে গ্রেফতার হন চিদম্বরম। দক্ষিণ দিল্লিতে নিজের বাড়ি থেকে সিবিআই তাঁকে ধরে নিয়ে আসে। তাঁর নাগাল পাওয়ার জন্য পাঁচিল টপকে বাড়ি ঢোকেন সিবিআই অফিসাররা। রাতে তাঁকে সিবিআই বিল্ডিং-এর লক আপ স্যুইট থ্রি-তে রাখা হয়েছিল। ২০১১ সালে চিদম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনই ওই অফিসের উদ্বোধন হয়। চিদম্বরম তখন সেই বিল্ডিং ঘুরে দেখেছিলেন। বুধবার রাতে তাঁকে যে লক আপে রাখা হয়েছিল, তাও দেখেছিলেন।
একটি সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই পর্ব চলে তিন ঘণ্টা। অভিযোগ, ২০০৭ সালে চিদম্বরম যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন সব বিধি ভেঙে আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থাকে বিদেশি অর্থ পাইয়ে দেওয়া হয়েছিল। সেজন্য চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি কিকব্যাক পেয়েছিলেন। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড নামে এক সরকারি দফতরের মারফৎ আইএনএক্স মিডিয়া বিদেশি অর্থ পেয়েছিল। বৃহস্পতিবার ভোরে সেই দফতরের নানা ফাইল সম্পর্কে চিদম্বরমকে প্রশ্ন করা হয়।
আইএনএক্স মিডিয়ার দুই প্রতিষ্ঠাতা পিটার ও ইন্দ্রাণী মুখার্জি এখন শিনা বরা হত্যাকাণ্ডে জেলে আছেন। ইন্দ্রাণী রাজসাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০০৮ সালে তাঁর সঙ্গে কার্তির মিটিং হয়েছিল। সিবিআইয়ের বক্তব্য, কিক ব্যাকের টাকায় কার্তি দেশে ও বিদেশে অনেক সম্পত্তি কিনেছেন।